# হাতির আক্রমণের গুরুতর জখম এক ব্যক্তি।।
সোমবার হাতির আক্রমণের মুখে পড়লেন স্থানীয় এক ব্যক্তি। জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি এলাকায় সোমবার সকালে বাজার যাচ্ছিলেন জিতু হেমব্রম বলে এক ব্যক্তি। সে সময় হঠাৎই কুলটিকরি হাটচালা এলাকায় একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে এবং সোজা জিতু হেমব্রমের সামনে গিয়ে পড়ে। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন তিনি।
কিন্তু হাতি তাঁকে সুরে পেঁচিয়ে ধরে তাঁকে যথারীতি আছাড় মারে। অন্যদিকে পরিস্থিতি আন্দাজ করে স্থানীয় মানুষজন প্রবল চিৎকার করতে শুরু করে। এর ফলে আহত অবস্থায় জিতু হেমব্রমকে ছেড়ে হাতিটি আবার জঙ্গলে চলে যায়। স্থানীয়রা জিতু হেমব্রমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে বনদপ্তরের দিকে। কার্যত হাতির হানায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঝাড়গ্রাম এলাকার সাধারণ মানুষ।