#হাতিঘিষায় হাতির আক্রমণে আহত এক যুবক!!
নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনজোট এলাকায় হাতির আক্রমণে এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম ২৮ বছর বয়সী চুমানুস ওরাওঁ।
জানা গেছে, আজ সকালে ওই এলাকায় ঢুকে ঘর বাড়ি ভাঙ্গে হাতিটি। সঙ্গে সঙ্গে ঘর ভাঙার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন চুমানুস ওরাওঁ। তখন হাতিটি তাকে আক্রমণ করে। এতে তার হাতে, পায়ে ও বুকে আঘাত লাগে। ঘটনার পর আহত ওই যুবককে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুতই হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সদস্য রঘুরাম সাংগদ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছে আহত যুবকের সঙ্গে কথা বলেন এবং যুবকের বাড়ি ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন