#হাইওয়েতে পৃথক ২টি দুর্ঘটনায়, আহত ২।।
রবিবার আলিপুরদুয়ার জেলায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ২টি পৃথক দুর্ঘটনায় আহত হলেন ২ জন। বিকেলে মাদারিহাট থানার ভগতপাড়ায় ছোটো গাড়ি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরবাইক চালক। আহত ব্যাক্তির নাম দেওরাজ সঞ্জন বলে জানা গিয়েছে। বীরপাড়ার বড় হাওদার বাসিন্দা ওই যুবককে প্রথমে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ছোটো গাড়িটি আটক করেছে পুলিশ।
এদিকে, জানা গেছে, সন্ধ্যা ৬টা নাগাদ বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানের মন্টু ঠাকুর নামে এক বৃদ্ধ বাড়ি ফেরার পথে হাটখোলার কাছে হাইওয়েতে একটি গাড়ির ধাক্কায় আহত হন। ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। মন্টুকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছে দেন সমাজকর্মী সাজু তালুকদার। হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্টুর পা ও পাঁজরের হাড় ভেঙেছে। মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।