#হরিশ্চন্দ্রপুরে জাতীয় সড়কের কাজে মাটি চুরির ঘটনায় ১ জনকে আটক করে পুলিশ।।
হরিশ্চন্দ্রপুর-চাঁচলগামী ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ চলছে জোরকদমে। এই সড়কের মাধ্যমে বিহারের কাটিহার যুক্ত হবে বাংলার সঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি খনন করছে ঠিকাদারি সংস্থা। মাটি কাটার জন্য যে পরিমাণ রাজস্ব দেওয়া হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ মাটি কেটে নিচ্ছেন বরাস্তপ্রাপ্ত সংস্থা নিযুক্ত মাটি সরবরাহকারীরা।
জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুরের গোপালপুর এলাকা থেকে বরাস্তপ্রাপ্ত সংস্থার মাটি সরবরাহকারীদের দুটি ট্রাক্টর, একটি আর্থ মুভার এবং অন্য যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে। ঘটনায় আটক করা হয় এক ব্যক্তিকেও। এই অভিযানে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, মহকুমা শাসকের পাশাপাশি পুলিশ প্রশাসনও উপস্থিত ছিলেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।