#স্বামীর কাছে টাকা চেয়ে না পাওয়ায় কাচের গ্লাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল বউ ।।
স্ত্রীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুললেন স্বামী। এই ঘটনায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগ, স্বামীর কাছে ১৫ হাজার টাকা চেয়ে না পাওয়ায় কাচের গ্লাস দিয়ে মারেন স্ত্রী। তাতে মাথা ফেটে যায় ওই ব্যক্তির। অভিযোগকারী জানান, তিনি যাতে কাজে বেরোতে না পারেন, তার জন্য তাঁর গাড়ির চাবিও কেড়ে রেখে দেন স্ত্রী। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় ৬টি সেলাইও পড়েছে বলে জানান তিনি।
এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, প্রায় প্রায়ই স্বামীর কাছে টাকা চাইতেন স্ত্রী। আর সেই টাকা বাপের বাড়িতে দিতেন বলেও অভিযোগ। সোমবার ১৫ হাজার টাকা চান তিনি। কিন্তু স্ত্রীর এই দাবি মেটাতে রাজি হননি স্বামী। এরপরই তাঁর গায়ে স্ত্রী হাত তোলেন বলে অভিযোগ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।