#স্বপ্ন পূরণ করতে, ছেলের স্মৃতিতে গ্রামের স্কুলে ১ লক্ষ টাকা দান।।
দিনমজুর হলেও টাকার অভাবে নিজের পড়াশোনাও শেষ করতে পারেননি ৬৬ বছর বয়সী আত্মারাম। কিন্তু নিজের ছেলেকে দিয়ে স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন মহারাষ্ট্রের ওসমানাবাদের খামাসওয়ারী গ্রামের বাসিন্দা আত্মারাম সোনাভানে। আত্মারামের বড় ছেলে গোপালের স্বপ্ন ছিল কালেক্টর হওয়ার।
কিন্তু গোপাল ওসমানাবাদ আদালতের চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন গোপাল। গোপাল মারা যাওয়ার পর তাঁর বাবা আত্মারাম গ্রামের স্কুলে দান করলেন জমানো এক লক্ষ টাকা। আত্মারাামের ইচ্ছা, তাঁর ছেলের স্বপ্ন পূরণ করবে গ্রামেরই কোন পড়ুয়া। আত্মারামের এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।