#স্ত্রী এবং দুই ছেলের মৃত্যুর পর আত্মহত্যার চেষ্টা যুবকের।।
দিল্লির মোহন গার্ডেন এলাকায়। জানা গিয়েছে, নিজের স্ত্রী এবং দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। এই রহস্যময় ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, পশ্চিম দিল্লীর মোহন গার্ডেন এলাকায় রাজেশ নামে এক যুবক তাঁর স্ত্রী এবং দুই ছেলেকে খুন করে আত্মহত্যার চেষ্টা চালায়। অন্যদিকে, বোন এবং দুই ভাগ্নের মৃত্যুর পুরো ঘটনায় রাজেশকে খুনের অভিযোগে অভিযুক্ত করেছে দাদা অখিলেশ। তবে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলিও ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে এক্ষেত্রে রাজেশের জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় পুলিশ। তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় পুলিশ।