#স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন! গ্রেফতার স্বামী।।
স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে আশিঘর থানার পুলিশ। বুধবার এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই মহিলা সাইকেলে করে যাচ্ছিলেন। সেই সময় ইট দিয়ে তাঁর মাথা ও মুখে আঘাত করে অভিযুক্ত স্বামী। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওই মহিলা। স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কেন এই খুন, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ বলে জানা গেছে।