#স্কুল ছাত্রী অপহরণ ও খুনের ঘটনাকে সামনে রেখে SUCI এর ধিক্কার মিছিল।
বৃহস্পতিবার শিলিগুড়ি কোর্ট মোড়ে দক্ষিণ পলাশ এর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে SUCI (C), শিলিগুড়ি লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় । SUCI কমিটি সদস্য জানান ঘটনার ১২ দিন হয়ে গিয়েছে কিন্তু এখনও অপরাধী কে ধরতে পারে নি পুলিশ প্রশাসন । তাদের দাবি কোনো অজুহাত না দিয়ে অবিলম্বে দ্রুততার সাথে অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং কঠোর শাস্তির দাবি তে আজকের এই বিক্ষোভ প্রদর্শন। তারা বলেন তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।