#স্কুলের হস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু।।
স্কুলের হস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। উত্তেজনা ছড়াল লাভপুর জহর নবোদয় বিদ্যালয় চত্বরে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত ছাত্রীর নাম রনিজা পারভিন (১৮)। বাড়ি ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রাম পঞ্চায়েতের দোগাছি গ্রামে। সে উচ্চমাধ্যমিকের ছাত্রী ছিল।
ওই ছাত্রীর মামা জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ওই স্কুলে পড়ত রনিজা। সে মেধাবী ছাত্রী ছিল। বুধবার সকালে স্কুল থেকে বলা হয়, রনিজার স্ট্রোক হয়েছে। লাভপুর হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারে যে সে মারা গিয়েছে। পরিবারের ধারণা, খুন করা হয়েছে রনিজাকে। পরিবার সূত্রে থানায় একটি অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ওই ছাত্রীর মৃত্যু নিয়ে মুখ খুলতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।