#স্কুটারের ব্রেক ফেইল হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।।
সিটংয়ের রাস্তায় স্কুটারের ব্রেক ফেল হওয়ায় খাদে পড়ে মৃত্যু কলকাতার এক বাসিন্দার। জখম হয়েছেন আরও একজন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের নাম ভোলা। জখম হয়েছেন অমিত নামে তাঁরই এক সঙ্গী। দু’জনেই কলকাতার বাসিন্দা। জানা গেছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে তাঁরা দীর্ঘদিন ধরেই কার্শিয়াংয়ের সিটং ও দার্জিলিং এলাকায় সমাজসেবার কাজ করতেন। এমনকি ঘটনার সময়ও তাঁরা সিটংয়ের একটি স্কুলে সাহায্য করার জন্য যাচ্ছিলেন। কিন্তু সে সময় পথেই স্কুটারের ব্রেক ফেল করায় তাঁরা গড়িয়ে খাদে পড়ে যান। জখম ব্যক্তিকে উদ্ধার করে কার্শিয়াং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।