#সেবকে যাত্রীবাহী গাড়ি ও পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষে মৃত ৪।।
ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সেবক সড়কে। বেঙ্গল সাফারি থেকে সেবক যাওয়ার পথে ১০ মাইল এলাকায় চার চাকার গাড়ি ও পিকঅ্যাপ ভ্যানের সংঘর্ষের মৃত্যু হয়েছে ৪জনের বলে জানা গেছে। জানা গেছে, একটি যাত্রীবাহী গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় ৪ জনের । কোনওমতে প্রাণে বাঁচলেন সিকিম থেকে আসা গাড়ির চালক। তবে দূর্ঘটনার জেরে কিছুটা আহত হয়েছেন তিনি। শিলিগুড়ি জেলা হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়।
জানা গিয়েছে, সেবক এর দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল ছোট গাড়িটি। উল্টো দিক থেকে যাচ্ছিল পণ্য বোঝাই পিকআপ ভ্যানটি। সাত মাইল এলাকায় দুটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই মৃত্যু হয় একজনের। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে ক্রানের সাহায্যে সেখানে থেকে সরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ