#সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে হাতির মৃত্যু!!
নাথুয়া, মরাঘাট ও ডায়না এলাকার মাকনা হাতি মারা গেল। জানা গেছে, হাতিটির পা ভেঙে ছিল এবং হাতিটি সেপ্টিসেমিয়ায় ভুগছিল।
বন বিভাগ হাতির দুর্ভোগের কথা জানতে পেরে বন বিভাগের কর্মচারীরা তাদের সীমিত সামর্থ্য নিয়ে দিনরাত আপ্রাণ চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে ব্যর্থ হয়।
জানা গেছে, হাতিটি নাথুয়া, মরাঘাট ও ডায়না এলাকায় থাকত। হাতির মৃত্যুতে বন্যপ্রাণীর যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনি প্রশ্ন উঠতে শুরু করেছে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়েও।