#সীমান্ত থেকে গরুসহ ১ বাংলাদেশি গরু পাচারকারী গ্রেফতার।।
বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ সীমান্তে শ্রী অজয় সিং, ইন্সপেক্টর জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের নেতৃত্বে মোতায়েনরয়েছে যাতে দেশ বিরোধীদের চোরাচালান ও অনুপ্রবেশের যেকোন চেষ্টা ব্যর্থ হয়। 22শে ডিসেম্বর 2 জলপাইগুড়ি সেক্টরের অধীনে 98 ব্যাটালিয়ন বিএসএফ-এর BOP চাঙ্গারবান্ধার সীমান্তরক্ষীরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন, গোপন তথ্যের ভিত্তিতে 1 বাংলাদেশী গরু পাচারকারী মো. মাসুদ (২৫ বছর), প্রয়াত এমডি ফিরোজ জামান, গ্রাম-ওয়ার্ড নং ৭ শ্রীরামপুর, পিএস- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট ভারত থেকে গরু নিয়ে যাওয়ার সময় সীমান্ত থেকে ০l৫টি গরু সহ আটক করা হয়। বাংলাদেশ পাচারের চেষ্টা করে। আটক বাংলাদেশী গরু পাচারকারীকে গরুসহ মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পন্ন করা হয়েছে. উপরের সাথে সাথে, 22 এবং 23 শে ডিসেম্বর 2022 তারিখে, উত্তরবঙ্গ সীমান্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীনে কর্পের সীমান্ত রক্ষীরা তাদের নিজ নিজ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে, যাতে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দেশবিরোধী উপাদানগুলিকে ব্যর্থ করা হয়। তাদের চোরাচালানের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে ৪২টি গবাদি পশু, ৩৩ বোতল এমকে ডাইল ৩৪৫টি ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট মূল্য আনুমানিক 8,82,736/- টাকা। চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ডরা উপরোক্ত জিনিসগুলো আটক করে।