#‘সিপিএম করলে খুন করা হবে’, হুমকি পোস্টার ঘিরে শোরগোল মঙ্গলকোটে।।
পঞ্চায়েত ভোটের আগে হুমকি পোস্টার ঘিরে এখন সরগরম পূর্ব বর্ধমান জেলার রাজনীতি। ’সিপিএম করলে খুন করা হবে’, এমনই হুমকি পোস্টার রবিবার নিজের বাড়ির দেওয়ালে দেখতে পান মঙ্গলকোটের কৈচরের সিপিএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়। ঘটনা জানাজানি হতেই মঙ্গলকোটের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সিপিএম নেতৃত্বের কথায় জানা গিয়েছে, কৈচর রেলস্টেশনের কাছে পোস্টঅফিস পাড়ায় বাড়ি সিপিএম সমর্থক চিন্ময় মুখোপাধ্যায়ের। তিনি দাবি করেন, রবিবার সকালে প্রথম তিনি তাঁর বাড়ির দেওয়ালে দুটি হুমকি পোস্টার সাঁটানো দেখতে পান। পরে সোমবার সকালে ফের একই ধরনের দু’টি হুমকি পোস্টার তাঁর বাড়ির সদর দরজার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঢুকিয়ে দিয়ে যায়।
একটি পোস্টারে খুনের হুমকি দিয়ে লেখা রয়েছে, ‘তোরা সিপিএম করলে সবাইকে খুন করব। সাবধান করে দিচ্ছি কালকের মধ্যে মঙ্গলকোট ছেড়ে চলে যা। মঙ্গলকোটে থাকলে প্রাণে শেষ করে দেব।’ পোস্টারের তলায় ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে চিন্ময়বাবু দাবি করেন। পাশাপাশি তিনি এও জানান, ঘটনার কথা সোমবার তিনি পুলিশকে জানিয়েছেন। তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টার দু’টো ছিঁড়ে দিয়ে যায়। হুমকি পোস্টার নিয়ে আতঙ্কে রয়েছেন বলে চিন্ময়বাবু জানান।