#সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস।।
সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুলবাস। রাজ্য সড়কে স্কুলবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চালক ও পড়ুয়া-সহ ২৫ জন জখম হয়েছে বলে জানা গেছে। জানা গেছে বসিরহাট থেকে একটি বেসরকারি স্কুল বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে বারাসতে যাচ্ছিল। মঙ্গলবার সকাল ৮টা ২০ নাগাদ বসিরহাটের মাটিয়া থানার বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের ফিরোজপুরে টাকি রোডে স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। তাতেই এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে চালক ও পড়ুয়া-সহ অনেকে। দুর্ঘটনার পর ছুটে আসেন এলাকার লোকজন। স্থানীয়রা সকলকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে সংঘর্ষে চালক ও পড়ুয়া-সহ ২৫ জন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।