#সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ এক নাবালকের বিরুদ্ধে।
সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ। গ্রেফতার এক নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকশহরপুকুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার বাড়ির পাশেই ৭ বছরের শিশুটি তাঁর দুই সঙ্গীর সঙ্গে খেলছিল। সেই সময় অভিযুক্ত নাবালক অন্য দুই বাচ্চাকে সরিয়ে দিয়ে সাত বছরের শিশুটিকে কুল দেওয়ার নাম করে পাশের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে ওই শিশুটির দুজন সঙ্গী অসংলগ্ন অবস্থায় নাবালিকাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই সময় নাবালক ধর্ষণকারী পালিয়ে যায়। সাত বছরের শিশুটিকে তাঁর দুই বন্ধুই উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরিবারের তরফ থেকে সমস্ত কথা জেনে ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত নাবালককে আটক করে। অভিযুক্ত নাবালকের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনাটির তদন্তে নেমেছে। শিশুটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।