#সল্টলেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত প্রায় শতাধিক দোকান।।
ভয়াবহ আগুনে ভস্মীভূত প্রায় শতাধিক দোকান। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। আচমকা স্থানীয় বাসিন্দারা দেখতে পান কালো ধোঁয়া। ঘটনাস্থলে যেতেই দেখেন দাউ-দাউ করে জ্বলছে অস্থায়ী ওই বাজারটি। মুহূর্তের মধ্যে শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত দেন। এরপর স্থানীয়রা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছায়। ৪ ঘণ্টার চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে আনে সল্টলেকের আগুন।।
তবে স্থানীয় বাসিন্দাদের কথায়, দোকানগুলিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে একের পর এক দোকানগুলিতে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশকর্মীরা। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু।