#সরকারি কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ারের পাতলাখাওয়ায় এল কেন্দ্রীয় প্রতিনিধির দল।।
সরকারি প্রকল্পের বিভিন্ন কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ার -১ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাখাওয়ায় এল কেন্দ্রীয় প্রতিনিধির দল। রবিবার সকালে আচমকা এই গ্রাম পঞ্চায়েতে আসেন কেন্দ্রীয় দলের সদস্যরা। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিভিন্ন কাগজ পত্র দেখার পাশাপাশি এলাকায় প্রকল্পের কতটা কাজ হয়েছে, সেটাও ঘুরে দেখেন ওই প্রতিনিধিরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার-১ বিডিও সঞ্জয় প্রধানও।
এদিন কেন্দ্রীয় দল জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় দলের জন্য রবিবার ছুটির দিনেও খোলা হয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়। একশো দিনের কাজ, আবাস যোজনা, বিভিন্ন ভাতা পাওয়া উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় দল। গ্রাম পঞ্চায়েত প্রধান মন্টু মুন্ডা বলেন, ‘কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা সব কাজ দেখে বেশ খুশি।’