#সরকারি অনুষ্ঠান শেষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন মেয়র ।।
গত ২১শে ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে মঞ্চ করার ফলে মাঠের কয়েক জায়গায় গর্ত করা হয়েছিল। তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে স্টেডিয়ামের মাঠটি। অনুষ্ঠান শেষ হওয়ার পরই স্টেডিয়ামের ময়দানকে ফের আগের রূপে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম। আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব সহ পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া এবং অন্যান্যরা। এদিন গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন তারা।
এদিন মেয়র জানান, মাঠের গর্ত গুলোকে আজকের মধ্যেই ভরাট করে খুব দ্রুত মাঠটিকে ফের আগের রূপে ফিরিয়ে আনা হবে।