#শ্যামনগরে বাজার থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার।।
তপন: ভরসন্ধ্যায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তপন থানার শ্যামনগর বাজার এলাকায় বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন হাজরা (২৭)। বাড়ি তপন থানার বুধইচ এলাকায়।
প্রতিদিনের মতো এদিনও শ্যামনগরে বাজার বসে। সেখানে সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তাঁকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কিভাবে ঘটল এমন ঘটন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।