#শ্বাসনালিতে আটকে ছিল জোঁক। অস্ত্রপচার করে এক রোগীর প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসকেরা।।
শ্বাসনালিতে প্রায় ১৫ দিন থেকে আটকে ছিল জ্যান্ত একটি জোঁক। বিরল অস্ত্রপচার করে এক রোগীর প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসকেরা। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান ENT বিভাগের চিকিৎসক রাধেস্বাম মাহাতো।
তিনি বলেন, গতকাল মেডিক্যাল কলেজে মিরীকের বাসিন্দা ৪৯ বছর বয়সী সাজিন রাই অসুস্থ অবস্থায় ভর্তি হন। তারপর পরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে একটি জোঁক আটকে আছে। ১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন রোগী। সম্ভবত সেই সময় তার শাসনালীতে ওই জোঁকটি ঢুকে পড়ে বলে চিকিৎসকদের অনুমান। ১৫ দিন ধরে সেখানেই জীবিত ছিল জোঁকটি। তাতেই হতবাক চিকিৎসকেরা। তারপরই ডাঃ রাধেস্বাম মাহাতোর নেতৃত্বে তার টিম অস্ত্রপচার করে রোগীকে সুস্থ্য করে তোলে। এর আগে এধরণের অস্ত্রপচার কখনো হয়নি বলে জানান চিকিৎসক। বর্তমানে রোগী সম্পুর্ন সুস্থ রয়েছে।