#শ্বশুরবাড়ি থেকে উদ্ধার এক মহিলার ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য।।
বিয়ের কয়েক মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের চিড়াইল পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সুমন গুপ্তা কুমারী (১৯)। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
জানা গেছে, পাঁচ মাস আগে কালিয়াগঞ্জের ব্যবসায়ী অজয় কুমার গুপ্তার সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় বিহারের কিশনগঞ্জ এলাকার বাসিন্দা সুমন গুপ্তা কুমারীর। পরিবারের দাবি, শুক্রবার রাতে ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমন। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কালিয়াগঞ্জ থানার আইসি জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আত্মহত্যা না কি খুন সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।