#শেখবস্তি প্রাইমারি স্কুল পরিদর্শন করলেন চোপড়ার বিডিও সমীর মণ্ডল।।
শনিবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখবস্তি প্রাইমারি স্কুলে পরিদর্শনে যান চোপড়ার বিডিও সমীর মণ্ডল। স্কুল পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের সঙ্গে বসে ডিম-ভাত খেলেন তিনি। প্রধান শিক্ষক বরুণ কুমার মজুমদার জানান, এদিন আচমকা বিডিও স্কুলে ঢুকে পড়েন। বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে, ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকার বিভিন্ন স্কুলে এখন নিয়ম করে মিড-ডে মিলের কাজ পরিদর্শন চলছে। সম্প্রতি জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দলও এলাকায় ঘুরে গিয়েছে। বিডিও জানান, সপ্তাহে একদিন বিশেষ করে শনিবার তিনি ব্লকের যে কোনও একটি স্কুলে পরিদর্শনে যান। এদিন শেখবস্তি প্রাইমারি স্কুলে পরিদর্শন করেন।