#শুরু হতে চলেছে ২০২৩ মাধ্যমিক পরীক্ষা। এবার আরও কড়া পর্ষদ ।।
আজ থেকে শুরু হতে চলেছে ২০২৩ মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তায় আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে প্রায় সাত লাখ পরীক্ষার্থী। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা, সর্বোতভাবেই পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার বিষয়ে উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা গ্রহণ করা যায় তার জন্য ৪০ হাজার পরীক্ষক এবং ৩৫ হাজারের বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনরকম খামতি না থাকে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা গ্রহণ করা যায় তার জন্য ৪০ হাজার পরীক্ষক এবং ৩৫ হাজারের বেশি পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীরা থাকবে সিসিটিভির নজরদারিতে। একইসাথে পরীক্ষাকেন্দ্রের বাইরেও থাকবে পুলিশি প্রহরা। প্রসঙ্গত, গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম। কিন্তু তাতে নজরদারিতে বিন্দুমাত্র খামতি দিতে চাইছে না পর্ষদ। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মতন বিষয়টি এড়াতে আরও কড়া হয়েছে এবার পর্ষদ।