#শুকনো ডোবা থেকে উদ্ধার এক দম্পতির রক্তাক্ত দেহ।
দিনহাটা: বাড়ির অদূরে শুকনো ডোবা থেকে উদ্ধার এক দম্পতির রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের হেদারহাট সংলগ্ন ধুবারঘাট এলাকায়। মৃতরা হলেন বাবু সরকার (৪০) ও চন্দনা বর্মন (৩৫)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে একটি শুকনো ডোবায় স্বামী ও স্ত্রীর দেহটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। বুধবার দেহ দুটি ময়নাতদেন্তের জন্য পাঠান পুলিশ। দম্পতির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি সহ একাধিক পারিবারিক সমস্যা নিয়ে ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বাবু সরকার ও তাঁর স্ত্রীর। তাই এটি পরিকল্পিত খুন বলেও মনে করছেন অনেকে। যদিও পুলিশের তরফে এখনও এবিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।