Khabar Aajkal Siliguri

শিলিগুড়ির বিভিন্ন থানা এবং ফাঁড়ির ওসি বদল

শিলিগুড়ির বিভিন্ন থানা এবং ফাঁড়ির ওসি বদল

বদল হলো শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কয়েকটি থানা এবং ফাঁড়ির ওসি।

জানা গিয়েছে, বাগডোগরা থানার ওসি জে ভি লেপচা যাচ্ছেন ভক্তিনগর থানায়। আবার অন্যদিকে বাগডোগরা থানার দায়িত্বে আসছেন
আমবাড়ি ফাঁড়ির ওসি মহেশ সিং ।

অন্যদিকে, আমবাড়ি থানায় আসছেন ভক্তিনগর থানা থেকে সজল রায়। এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির ওসি পার্থসারথী দাস আশিঘর ফাঁড়ির ওসির দায়িত্ব সামলাবেন।

আবার, আশিঘর ফাঁড়ির ওসি পাপ্পু কুমার সিং খালপাড়ার টিওপির ওসি হচ্ছেন। খালপাড়ার ওসি অমর্ত্য চক্রবর্তী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির ওসির আসনে বসছেন।

প্রধানত, শিলিগুড়ির কমিশনারের নির্দেশেই এই পদক্ষেপ। কয়েকমাস আগেই শিলিগুড়িতে নতুন কমিশনার নিযুক্ত হয়েছেন এবং এরপর এই বড় সিদ্ধান্ত নেন তিনি।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles