#শিলিগুড়ি থেকে এক আইএসআই এজেন্টকে পাকড়াও করল স্পেশাল টাস্ক ফোর্স।।
শিলিগুড়িতে এক আইএসআইয়ের এজেন্টের হদিশ পেল এসটিএফ। এসটিএফ সুত্রে জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে বুধবার শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ভারত নগর এলাকায় অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা। সেখান থেকে গুডডু কুমার নামে এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি বিহারের চম্পারনের বাসিন্দা।
গত দুই বছর ধরে এনজেপি এলাকায় টোটো চালায় সে। অভিযোগ, সেনাবাহিনীর তথ্য সহ এনজেপির বিভিন্ন তথ্য পাকিস্তানে পাঠাত ওই ব্যক্তি। সেই খবর যায় এসটিএফের কাছে। ঘটনার তদন্ত করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে এসটিএফ। এদিন জলপাইগুড়ি আদালতে তুলে ১৪ দিনের রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ আধিকারিকরা।
জানা গিয়েছে, ধৃত গুড্ডু কুমার বিহারের অংকের শিক্ষক ছিল। এখানে এসে পাকিস্তানের এজেন্টের কাজ করত। এর বিনিময় পাকিস্তান থেকে টাকা পেত। প্রসঙ্গত, ছয় মাস আগে কালিম্পং থেকে পাকিস্তানি এজেন্ট সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে এই ব্যক্তির কোনও যোগাযোগ আছে কী না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।