#শিলিগুড়ির ১৮ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে, সাংসদ রাজু বিস্তা।।
শিলিগুড়ির ১৮ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০টি বাড়ি। শুক্রবার ওই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। এদিন বিকেলে তিনি ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে কথা বলেন একইসাথে তিনি সাংসদ তহবিল থেকে প্রত্যেককে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির নেতৃত্বরা।
এদিন তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জানা গেছে, ওই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে একের পর এক গ্যাস সিলিন্ডার ফেটে প্রায় ৫০টি পরিবার ঘর ছাড়া হয়ে পড়ে। তাদের পুনরায় বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দেন মেয়র গৌতম দেব। তবে ওই এলাকা রেলের হওয়ায় সেখানে বসবাসকারী সকলকে পাটটা প্রদানের দাবি তোলেন মেয়র। সেই বিষয়টিকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠান মঞ্চ থেকে কটাক্ষ করেন সাংসদ। স্থানীয়দের উদ্দেশ্যে মঞ্চ থেকে তিনি বলেন, “জমির পাটটা না দেওয়া হলে বাড়ি দেওয়া হবে না একথা বলা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রেলমন্ত্রী ছিলেন, তবে তিনি সেই সময় আপনাদের পাটটা দেওয়ার ব্যবস্থা কেনো করেন নি?
সাংসদ রাজু বিস্তা জানান, তিনি তাদের পাশে আছে। তার পক্ষ থেকে যতটা করা সম্ভব হবে তিনি সবটাই করবেন।