#শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব এর শুভ সূচনা করা হল।।
শিলিগুড়ি পুর করপোরেশন এর ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব এর শুভ সূচনা করা হল আজ। শীতের মরসুম পড়তেই শিলিগুড়ি পুর কর্পোরেশনের পক্ষ থেকে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব।
শুক্রবার শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে র ব্যবস্থাপনায় ওয়ার্ড উৎসবের শুভ সূচনা করা হয়। এদিন পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই উৎসবের শুভ সূচনা করা হয়। এদিন এই উৎসবে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মানিক দে , পাপিয়া ঘোষ, দুলাল দত্ত, মুন্না প্রসাদ, রঞ্জনশীল শর্মা, আলম খান সহ আরো অন্যান্য কাউন্সিলররা। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অনুষ্ঠানে আসা সকলেই অংশ গ্রহণ করেন।