#শিলিগুড়ির হিলকার্ট রোডের ওপর একটি খাবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোডের ওপর থাকা একটি খাবার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে। এছাড়াও হোটেলের পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিমল দাস। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ি দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দমকলদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে ।তবে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে। পৌঁছায় পুলিশও।