#শিলিগুড়ির শক্তিগড়ে তিন মাসের শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা।।
তিন মাসের শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ির শক্তিগড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনমাসের ছেলে সর্দি কাশিতে ভোগায় তাকে বৃহস্পতিবার রাতে শক্তিগড়ের ৩ নম্বর রাস্তায় শিশুরোগ বিশেষজ্ঞ ডা: বীরেশ কুমারকে দেখাতে নিয়ে এসেছিলেন ভুটকিরহাটের বাসিন্দা খুরশেদ আলম। তাঁর অভিযোগ, নেবুলাইজার দেওয়ার সময় গাফিলতির জেরে শ্বাসরোধ হয়ে শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকের চেম্বারে তিনমাসের শিশুপুত্রের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় মহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও এবিষয়ে চিকিৎসকের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।