#শিলিগুড়ির বুকে অবৈধ কলসেন্টার। ফোন করে প্রতারিত করা হচ্ছে লোকজনকে। অভিযান পুলিশের।।
এবার মাটিগাড়ায় আইটি পার্কে একটি কলসেন্টারে হানা দিয়ে ২০ জনকে আটক করল মাটিগাড়া থানা, এসওজি ও ডিটেক্টিভ ডিপার্টমেন্ট।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি ডিডি এবং মাটিগাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিলিগুড়ি শহরে আবার কল সেন্টারের পর্দা ফাঁস করল। গতকাল রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত Webel IT Park-এর ফেজ-3-এ চলমান একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালালো স্পেশাল অপারেশন গ্রুপ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং মাটিগাড়া থানার পুলিশ। তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অভিযান। জানা গেছে, ওই কল সেন্টার থেকে প্রচুর কম্পিউটার, সিপিইউ এবং বেশকিছু নথি আটক করা হয়। এই ঘটনায় ২০ জনকে আটক করেছে স্পেশাল অপারেশন গ্রুপ,ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং মাটিগাড়া থানার পুলিশ। পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।