#শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় এলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।।
দিদির দূত কর্মসূচিতে শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায় এলেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ওই এলাকায় পৌঁছান। এরপর তিনি দিদির দুত কর্মসূচি শুরু করেন। এরপরই এলাকার বিভিন্ন জায়গায় যান। সেখানে গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ সমস্যা গুলি শোনেন। এদিন বিধায়ককে সামনে পেয়ে প্রচুর মানুষ এলাকার বিভিন্ন সমস্যা গুলি তুলে ধরেন। অন্যদিকে এলাকার মানুষদের সাথে দেখা করে তাদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি শিশুদের সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটান বিধায়ক এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।