#শিলিগুড়ির একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে।।
শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন বর্ধমান রোডে একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। দোকানে রাখা নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবার সকালেও দোকান খুলতে আসেন দোকানের মালিক তাপস দাস। তিনি এসে দেখতে পান দোকানের জিনিসপত্র ছড়িয়ে রয়েছে এবং টিন কাটা অবস্থায় রয়েছে।এরপরই চুরির ঘটনা নজরে আসে। নগদ টাকা সহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক। ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ পৌঁছে গোটা ঘটনাটি খতিয়ে দেখে।
এই বিষয়ে দোকান মালিক জানান, বাইক কেনার জন্য টাকা ভুল করে গতকাল দোকানেই রেখে গিয়েছিলেন। আজ দোকান খুলতে এসে দেখতে পান দোকানে চুরি হয়েছে। নগদ টাকা সহ দোকানের অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।