#শিলিগুড়ির অশোকনগরে আগুনে পুড়ে ছাই বাড়ি।
শনিবার সকালে বাড়িতে কাঠের উনুনে রান্নার সময় আগুন লাগে বলে জানা গেছে। পুরো বাড়িটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ির সমস্ত কিছু।
জানা গেছে, শনিবার সকালে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অশোকনগর এলাকার একটি বাড়িতে রান্না করার সময় আচমকাই আগুন লাগে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটাঘরে। কোনরকম ভাবে প্রানে বাঁচেন বাড়ির সদস্যরা। তবে পুড়ে ছাই হয়ে যায় জরুরী কাগজপত্র সহ বাড়ির সমস্ত আসবাস পত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় দমকল এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ঘণ্টা খানেক চেষ্টা করার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারটি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে আসেন শিলিগুড়ি পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি, এবং এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে দেখা করে কথা বলেন।