#শিলিগুড়িতে মাটিগাড়ার কাছে চলন্ত গাড়িতে আগুন।।
চলন্ত গাড়িতে দাউ দাউ করে আগুন, ঘটনায় চাঞ্চল্য।শিলিগুড়িতে মাটিগাড়ার কাছে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। তবে জানা গেছে, প্রাণে বেঁচে গেছে গাড়িতে থাকা দুজন। জানা গেছে এই ছোট চার চাকার গাড়িটি শিলিগুড়ি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। খবর পেয়ে পৌঁছায় দমকল। এরপর ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে গাড়িটিকে ক্রানের সাহায্যে সরিয়ে দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।