#শিলিগুড়িতে বাড়ি মালকিনকে খুন, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত।।
শিলিগুড়িতে বাড়ি মালকিনকে খুনের ঘটনায় গ্রেফতার হল মূল অভিযুক্ত। নেপাল সীমান্ত থেকে ধরা পড়ল অভিযুক্ত বিকাশ পাঞ্জিয়ার। গত ৩ ডিসেম্বর রাতে শিলিগুড়ির সাউথ আম্বেদকর কলোনিতে মহম্মদ শাহজাদ ও তাঁর স্ত্রী গঙ্গা ছেত্রীর উপর হামলা করেছিল ভাড়াটে বিকাশ পাঞ্জিয়ার। হামলায় গঙ্গা ছেত্রী মারা যান। গুরুতর জখম হন মহম্মদ শাহজাদ। ঘটনার পর থেকেই পালিয়ে ছিল বিকাশ পাঞ্জিয়ার। জখম অবস্থাতেই পুলিশ ও প্রতিবেশীদের শাহজাদ জানিয়েছিল, তাঁদের উপর বিকাশ হামলা করেছে। বিকাশ মহম্মদ শাহজাদের বাড়িতে বহুদিন ধরে ভাড়া ছিল। বিকাশের সন্ধানে তল্লাশিতে নামে প্রধাননগর থানার পুলিশ। এরপরই গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে ফেলে পুলিশ। শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় এবং ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা বলেন প্রধাননগর থানার পুলিশ।
খুনের ঘটনায় ইতিমধ্যেই হামলায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে পুলিশ। যদিও খুনের পেছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে খতিয়ে দেখছে প্রধাননগর থানা। অর্থনৈতিক কোনও কারণের জেরে শাহজাদ ও তাঁর স্ত্রীর উপর হামলা করে দুইজনকেই খুনের পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদিকে ঘটনার পর বাড়িতে যায় ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেখান থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে বাড়িতে যান ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরাও।