#শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কর্মরত আশা কর্মীরা এবং আইসিডিএস কর্মীরা। কিন্তু অভিযোগ, এই সার্ভে করতে গিয়ে তাদের ওপর নানা ভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হচ্ছে। এমনই অভিযোগ তোলে আশা কর্মীরা এবং এর প্রতিবাদে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।
মঙ্গলবার দুপুর সোয়া দুটো নাগাদ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। এবং শিলিগুড়ি মহাকুমার শাসকের দপ্তরে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। পরবর্তীতে তাদের প্রতিনিধি একটি দল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্বারকলিপি প্রদান করে। তাদের দাবি মানা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় সংগঠনের সম্পাদক জয় লোধ।