#শিলিগুড়িতে দম্পতির রহস্যময় মৃত্যু।।
শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে দম্পতির রহস্য মৃত্যু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত দম্পতির নাম উজ্জ্বল কুমার সিনহা ও দেবলীনা সরকার সিনহা বলে জানা গিয়েছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতো উজ্জ্বল। জানা গিয়েছে সে পেশায় প্রাইভেট টিউটর ও দেবলীনা দেবী আর্টের শিক্ষিকা।
বুধবার সকালে তাঁরা ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই দরজা খুলে ভেতরে যান তাঁরা। দেখা যায় বিছানাঊ উজ্জ্বল সিনহার দেহ পড়ে রয়েছে ও মেঝেতে রয়েছে দেবলীনা দেবীর দেহ। এরপরই শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়।
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুজন আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা তা এখনও জানা যায়নি। এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সঞ্জয় শর্মা। মৃত দেবলীনা সরকার সিনহার মা শিপ্রা সরকার জানান, দুজন ১১ টা নাগাদ বাড়ি থেকে টিউশন পড়ানোর জন্য বের হয়। কিন্তু আজ না বের হওয়ায় সন্দেহ হয়। মেয়েকে খবর দিই। তাঁরা এসে ডাকাডাকি করলেও দরজা খুলেনি। এরপরই দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন এই ঘটনা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।