#শিলিগুড়িতে চললো গুলি, গুলিবিদ্ধ হলেন SI ।।
শিলিগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে।প্রাণে বাঁচলেন আইসি। গুলিবিদ্ধ হলেন এক সাব ইন্সপেক্টর।অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন প্রধাননগর থানার সাব ইনস্পেকটর। জখম পুলিশ আধিকারিকের নাম রবীন্দ্রনাথ সরকার। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ। বিহারের বাসিন্দা ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিজেকে বিহারের সরকারি আধিকারিক পরিচয় দিত ওই ব্য়ক্তি। এমনকি, শিলিগুড়ির এক সাব ইনস্পেকটর ও সহকারী সাব ইনস্পেকটরের সঙ্গে তার পরিচয় রয়েছে বলেও দাবি করত অভিযুক্ত। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার দাগাপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালান প্রধাননগর থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, ফ্ল্যাটে তল্লাশি চলার সময় অভিযুক্ত তার ৯ এমএম পিস্তল দিয়ে আইসিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। সেই সময় অভিযুক্তকে বাধা দিতেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাব ইনস্পেকটর রবীন্দ্রনাথ সরকারের পায়ে গিয়ে লাগে। গোটা ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।