#শিলিগুড়িতে অনলাইন মাধ্যমকে ব্যবহার করে দেহ ব্যবসা, ঘটনায় গ্রেফতার ৩ জন।।
অনলাইন মাধ্যমকে ব্যবহার করে দেহ ব্যবসার ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা গেছে এই ঘটনায় প্রধাননগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ তিনজনকে। শুক্রবার সাংবাদিক বৈঠকে করে বিস্তারিত জানান ACP শুভেন্দ্র কুমার। তিনি জানান, দীর্ঘদিন ধরে অনলাইনে মোবাইল ফোনে মহিলাদের ছবি পাঠিয়ে ব্যবসা চালাচ্ছিল এক দল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে প্রধাননগর এলাকা থেকে চন্দনা সাহা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সম্রাট সরকার ও মিজানুর ইসলাম নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।
এই তিনজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল, একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় অখিলেশ কুমার নামে আরো একজনের নাম উঠে এসেছে বলে জানান তিনি। ঘটনার পর থেকে অখিলেশ কুমার পলাতক রয়েছে। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতদের শুক্রবার ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।