#লিফট ওঠানামা করার গর্তে পড়ে মৃত্যু এক কিশোরের।।
দিল্লির বাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, লিফট ওঠানামা করার গর্তে পড়ে গিয়ে মৃত্যু হয় এক কিশোরের। রবিবার দুপুর তিনটে নাগাদ দিল্লীর বাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এই ভয়ংকর ঘটনাটি ঘটে। এই মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
জানা গিয়েছে, ওই এলাকায় একটি এয়ার কুলার ফ্যাক্টরিতে গিয়েছিল ঐ নাবালক। সেখানে ওই নাবালকের মা কাজ করেন। মৃত নাবালক ঘটনার সময় লিফটের কাছে কাজ করছিল বলে সূত্রের খবর। হঠাৎই পা পিছলে সে তিন তলা থেকে লিফট ওঠানামা করার গর্তে পড়ে যায়।
এরপর একতলায় থাকা লিফটটি যখন ওপরে উঠতে শুরু করে তখন ওই কিশোরের দেহ পিষে যায়। ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে মৃত কিশোরের মা অভিযোগের আঙুল তুলেছেন কারখানার অন্য শ্রমিকদের দিকে। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে লিফটের গর্তে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল তাঁর ছেলেকে। ইতিমধ্যেই পুলিশ একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্তে নেমেছে।