#রায়গঞ্জে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।।
এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে । মৃতের নাম গোপাল চন্দ্র রায় (৪৬)। তিনি রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খোকসা হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন। বাড়ি মুর্শিদাবাদে কিন্তু কাজের সুত্রে তিনি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন তিনি বলে জানা গেছে। ওই ফ্ল্যাটে তিনি আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে শিলিগুড়ি মোড় এলাকায় একটি ফ্ল্যাটে থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। শিক্ষকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।