#রায়গঞ্জে লরির চাকায় পিষ্ট এক লটারি বিক্রেতা, ব্যহত যানচলাচল।।
বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের সুদর্শনপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ ৩৪ নাম্বার জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। জানা গিয়েছে ঘাতক লরিটি শিলিগুড়ির দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তা পার হওয়ার সময় কোনও ভাবে চলন্ত লরির নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম দীপক দাস(৪০), তার বাড়ি সুদর্শনপুর এলাকাতেই। দীপক বাবু পেশায় লটারি বিক্রেতা ছিলেন। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় সাময়িক যান চলাচল ব্যহত হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বৃহস্পতিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।