#রায়গঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী। মোটর বাইক নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারি মোর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম নাম শম্ভু মাহাতো(২৩) বাড়ি রায়গঞ্জ থানার রামপুর গ্রাম পঞ্চায়েতের লহন্ডা গ্ৰামে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন ওই যুবক। পথে সোহারই এলাকায় ১২ নাম্বার জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পর সেখান থেকে ঘাতক গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।মঙ্গলবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।