#রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং শিলিগুড়ি পৌরসভার উদ্যোগে শুরু হল রুবেলা টিকা করণ কর্মসূচি ।
রুবেলা ভাইরাস প্রতিরোধে টিকাকরণ শিবির শুরু হল শিলিগুড়িতে। সোমবার সকাল থেকে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবির পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা। রাজ্য সরকার ও শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শিবির আয়োজিত হয় বলে জানা গেছে। সোমবার বিকেলে ৪ টে পর্যন্ত চলে এই শিবিরটি। এদিন প্রায় ২০০ জন ছাত্রকে টিকা দেওয়া হয়। জানা গিয়েছে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের এই টিকা দেওয়া হবে।