#রাঙ্গালিবাজনায় বজ্রপাতে ভস্মীভূত ঘর।।
তপন বর্মনের স্ত্রী শুক্লা বর্মন জানান, তাঁর স্বামী কাজে যাওয়ায় ঝড়বৃষ্টির সময় ছোটো একটিমাত্র ঘরটিতে শিশুপুত্রদের নিয়ে থাকার সাহস পাননি তিনি। তাই পাশেই শুক্লার বাপের বাড়িতে দুই ছেলেকে নিয়ে আশ্রয় নেন তিনি। তাঁর কথায়, হঠাৎ কানফাটা আওয়াজে বেরিয়ে দেখেন ঘরটি জ্বলছে। তপন বাবু জানান, একটিমাত্র ঘর ছিল সেটাই পুড়ে ছাই হয়ে গেল। যাবতীয় কাগজপত্র, ছেলেদের বই খাতা, বিছানাপত্র, ধান সহ অন্যান্য খাদ্যসামগ্রীর কিছুই রক্ষা হয়নি। এখন কোথায় থাকব, কি করব ভেবে পাচ্ছি না।