#রসাখোয়াতে প্রধান মন্ত্রী আভাস যোজনার দুনীতি অভিযোগ নিয়ে পঞ্চয়েতে বিক্ষোভ প্রদর্শন।
সোমবার প্রধানমন্ত্রী আবাস যোজনার দুনীতি অভিযোগ নিয়ে উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তর্গত ৬ নং রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রধান মন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম থাকা লোকজন।
কইলারা, খান্তা খুকরা মধুপুর বিভিন্ন গ্রামের মানুষরা জানান প্রধান মন্ত্রী আভাস যোজনায় যারা ঘর পাওয়ার উপযুক্ত মানুষ তাদের প্রধান মন্ত্রী আভাস যোজনা লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয় । পুনরায় সার্ভে করে যারা প্রধান মন্ত্রী আভাস যোজনা পাওয়ার উপযুক্ত মানুষ তাদের ঘর পাইয়ে দিতে আজ এই বিক্ষোভ প্রদর্শন বলে জানান বিক্ষোভকারীরা।
এ বিষয়ে পঞ্চায়েত কতৃপক্ষ আশ্বাস দিয়েছেন পুরনো যে লিস্ট ছিল সেই লিস্ট অনুসারে আগামী ৭ দিনের মধ্যে সেই সার্ভে টা করা হবে।
করণদীঘি বিডিও নীতিশ তামাং আশ্বাস দিয়েছেন যে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে। এদিকে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান বিক্ষোভকারীরা।