#যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। শুরু হয়েছে তদন্ত।।
অভিজাত আবাসন থেকে উদ্ধার ভিন রাজ্যের যুবতীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, পেশায় বার ড্যান্সার ছিলেন ওই যুবতী। ঘটনায় আটক করা হয়েছে যুবতীর লিভ ইন পার্টনারকে। যদিও ওই যুবকের দাবি আত্মহত্যা করেছেন তাঁর প্রেমিকা।
জানা গেছে, রাজারহাট রোডের বহু তল আবাসনে শ্বেতা রানীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর লিভ ইন পার্টনার মহেশপ্রসাদ জয়সওয়াল। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাগুইহাটি ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে যুবতীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন ওই যুবক। এর পরই খবর দেওয়া হয় পুলিশকে। যুবককে আটক করে বাগুইআটি থানার পুলিশ।
তবে ওই যুবক জানিয়েছেন প্রায় ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন তারা। মাঝেমধ্যেই লেগে থাকত ঝামেলা। শনিবার তা চরমে ওঠে। এ পরেই নিজের ঘরে নিজেকে বন্ধ করে নেন যুবতী। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় দরজা ভেঙে তিনি ঘরে ঢুকতেই দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন যুবতী। যদিও যুবকের কথা মানতে নারাজ পুলিশ। শুরু হয়েছে তদন্ত।